রাজশাহীতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২ ০৫:১৮; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৯:৫১

ফাইল ছবি

রাজশাহীতে পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতে খায়ের আলম। তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মুক্তি পারভিন (২১) ও মনোয়ারা বেগম ( ৫২)। তারা দুইজন সম্পর্কে মা ও মেয়ে। পুলিশ জানায়, ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গোদাগাড়ী থানাধীর শ্রীমন্তপুর এলাকায় বিকেল ৩ টায় তাদের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাসা থেকে ৭১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top