ফাঁকা জায়গায় কাঁচাবাজার নির্মানে নগরীতে মানববন্ধন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৩; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৫:৫৭
-2020-09-10-12-21-58.jpg)
রাজশাহী নগরীতে ফাঁকা জায়গায় কাঁচাবাজার নির্মানের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় নগরীর কোর্ট স্টেশন রাস্তায় ‘পশ্চিমাঞ্চলের সচেতন এলাকাবাসী’র ব্যনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাব্বির হোসেন উল্লাস প্রমুখ। সঞ্চালনা করেন, শামীম হাসান রকি।
এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন সাবেক নন্দীপুকুর হড়গ্রামে কাঁচাবাজার স্থাপনের নামে মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে এজন্য তারা ফাঁকা জায়গায় কাঁচাবাজার নির্মাণের দাবি জানান।
- প্রস্তাবিত জায়গায় কাঁচা বাজার হলে বসবাসকারীরা চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকার প্রকাশ করেন তারা।
বক্তারা অভিযোগ করে বলেন ইতিপূর্বে কোর্ট অক্টয়ী মোড় থেকে লিলি সিনেমা হল পর্যন্ত ৬৪ ফুট রাস্তা প্রশস্তকরণে যেসব বাড়িঘর অধিগ্রহণ করা হয় তার নায্যমূল্য দেওয়া হয় নি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: