পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু !

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:১৮; আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:১৯

রাজশাহী নগরীর পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মিথাইল সরেন নামের সাড়ে তিন মাস বয়সী ওই শিশুর স্বজনরা অভিযোগ করেন।

মারা যাওয়া শিশুটির নাম । তার বাবার নাম । মা সাবিনা মার্ডি। রাজশাহী নগরীর হড়গ্রাম পূর্বপাড়া খ্রীষ্টান কলোনির বাসিন্দা কর্নেলিউস সরেন নিউমোনিয়ার কারণে বুধবার বিকালে শিশুটিকে পপুলার ডায়াগনিষ্টক সেন্টারে শিশু বিশেষজ্ঞ ডা. বেলাল হোসেনকে দেখাতে আসেন।

শিশুর স্বজনরা অভিযোগ করেন, ডা. বেলাল হোসেন বাসায় থেকে অনলাইনে রোগী দেখছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সিরিয়াল পান। সহকারীর মাধ্যমে অনলাইনে দেখে শিশুকে নেবুলাইজার দিতে বলেন ডা. বেলাল হোসেন। এরপর এক্স-রে করাতে বলেন। কিন্তু নেবুলাইজার দেয়ার পরই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তড়িঘড়ি করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে শিশুটি মারা যায়।

এতে শিশুর স্বজনরা লাশ নিয়ে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে অবস্থান নিয়ে মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে স্বজনরা শিশুর লাশ বাসায় নিয়ে সমাহিত করে। এদিকে পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ভুল চিকিৎসার বিষয়টি আস্বীকার করে।

আবু সুফিয়ান



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top