পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাদশার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৫০

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী সদর আসনের এমপি বাদশা সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি ওয়াসা কর্তৃক পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহীর সামাজিক ও রাজনৈতিকভাবে গড়ে উঠা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
গতকাল রবিবার সকালে নগরীর হড়গ্রামের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থন জানান। সংবাদ সম্মেলনে ফজলে হোসেন বাদশা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও ওয়াসাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রুপ দেওয়ার চেষ্টা চলছে। খোড়া কৌশল অবলম্বন করে জনগনের সেবা নিশ্চিত করার পরিবর্তে তারা লাভ-লোকশানের হিসেব কষছে। যা পুরোপুরি অযৌক্তিক। তিনি বলেন, সবার আগে জনগণকে সুপেয় পানি সরবরাহ করা ওয়াসার মূল দায়িত্ব। এটি পালনে তারা ব্যর্থ হলে সে দায় তাদেরই। অধিক মূল পরিশোধের মাধ্যমে জনগণ তাদের লোকশানের দায়িত্ব নিতে পারে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা । উল্লেখ্য, পানির মান নিয়ে নগরবাসীর অসন্তোষের মধ্যেই গত জানুয়ারিতে পানির দাম আগের মূল্যের তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওয়াসা। এ নিয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে নগরবাসীকে অতিরিক্ত তিন গুণ মূল্য পরিশোধ করার কথা।
আপনার মূল্যবান মতামত দিন: