হাসপাতাল ও ডায়াগনষ্টিক প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২

অপরাজিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললো মাদারল্যান্ড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২ ০৮:৩৯; আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৭:০৯

ছবি: রাজটাইমস

ফাইনালে ৬ উইকেটে সিডিএম হাসপাতালকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললো মাদারল‌্যান্ড ইনফার্টিলিটি সেন্টার এন্ড হাসপাতাল। টানা ৬ ম্যাচ জিতে হাসপাতাল ও ডায়াগনষ্টিক প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এ চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নিল মাদারল্যান্ড হাসপাতাল।


ফাইনালে সিডিএম হাসপাতালকে ৬ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরলো টিম মাদারল্যান্ড। ‍টুর্নামেন্টের শুরু থেকে খেলে মোট ৬ বার মুখোমুখি হয় প্রতিপক্ষের, কোন দলই হারের স্বাদ দিতে পারেনি মাদারল্যান্ড হাসপাতালকে।


মঙ্গলবার (১৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিডিএম হাসপাতাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভার খেলে সিডিএম হাসপাতাল ১১০ রান তুলে নেন ৮ উইকেট হারিয়ে। সিডিএম দলের হয়ে সর্ব্বচ্চো ৪৬ রান অসে সাইফের ব্যাট থেকে । আবির ১৯ অসিফ ১১ নাইম ১ তালহা ১৯ তুষার ১০ জুম্মা ২ ও অসিফ করেন ১ রান।


মাদারল্যান্ডের আলো ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। টনি ২ ওভার বল করে দেন ১৬ রান। ইসাহাক ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। সম্রাট ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। সাকিব ২ ওভার বল করে দেন ২১ রান।

১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাদারল্যান্ড হাসপাতাল জয়ের বন্দরে পৌঁছে যায় ২ ওভার ২ বল হাতে রেখেই। মাত্র ৪ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে নেই মাদারল্যান্ড , ১৪ বলে যখন এক রানের দরকার তখন মাদারল্যান্ডের অধিনায়ক টনি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১১১ রানের টার্গেটে নেমে শুরুতে বেশ চাপে পড়ে মাদারল্যান্ড হাসপাতাল। সিডিএমের বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে প্রথম ২ ওভারে সংগ্রহ করে ২ রান, তৃতীয় ওভারে সংগ্রহ ৭ রান। চতুর্থ ওভার থেকে সচল হয় মাদারল্যান্ডের স্কোরের চাকা, ইসাহাক ও ইউসুফের ওপিনিং জুটিতে আসে ৬০ রান। ইউসুফের ব্যাট থেকে আসে ৯ রান, টনি ২৬ আলামিন ১ রান। সাকিব ও আলো ফিরে যায় শূণ্য রানে।

বলহাতে সিডিএমের তালহা ৪ ওভার বল করে ১৪ রান দেন, অসিফ ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে ১ উইকেট, নাইম ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট এবং সাইফ ৩ ওভার বল করে ২২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।

ফাইনাল ম্যাচে ৫২ রান ও ২টি উইকেটের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন মাদারল্যান্ডের হাসপাতালের ইসাহাক।

সিরিজ সেরা নির্বাচিত হন সিডিএমের তালহা। সর্ব্বচ্চো ২০ উইকেট শিকার করেন মাদারল্যান্ডের ইসাহাক। সিরিজে সর্ব্বচ্চো ৬টি ম্যাচ সেরার পুরস্কার আসে মাদারল্যান্ডের ঘরে।

এমএস ইসলাম




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top