নগরীতে ভোক্তা অধিকার দিবস সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২ ০৯:৩২; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:৩৯

জাতীয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজশাহী নগরীর বিভাগীয় কমিশনার কার্র্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
প্রধান অতিথি বক্তব্যে বলে, শুধু বিক্রেতার দোষারোপ করলে হবে না আমার নিজেদের কি কি দোষ আছে এগুলোও ঠিক করতে হবে। তিনি প্রেজেন্টেশন এর বক্তার তুলেধরা পণ্যের পরিপেক্ষিতে বলেন সবকিছুতে আইন দিয়ে সমাধান হয় না আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। প্রেজেন্টেশন এর বক্তব্যে একজন বক্তা কথা তুলে ধরেন তিনি দুটো মুরগী বাজার থেকে ক্রয় করে বাসায় এনে দেখেন একটি মুরগী মরা ছিলো, তার উদ্দেশ্যে বলেন মুরগী তো দুটো ছিলো ওইটা তো বাজারেই দেখে নেয়া যেতো, তাই একে অন্যের দোষারোপ না করে নিজেদের সচেতন হতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: