পানির বিল নিয়ে রাকাব ও ওয়াসার চুক্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০৪:০০; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:৪৫

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং রাজশাহী ওয়াসার মধ্যে পানির বিল পরিশোধ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর উপশহরস্থ ওয়াসার কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং রাজশাহী ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজশহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, রাকাব এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম; ঋণ ও অগ্রীম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ ও সচিব মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে রাজশাহী ওয়াসার সকল গ্রাহক তাদের মোবাইলে রাকাব ই-ব্যাংকিং এ্যাপ ব্যবহার করে ২৪ ঘন্টা ঘরে বসে দ্রুত এবং ঝামেলা বিহীনভাবে পানির বিল পরিশোধ করতে পারবেন।
আপনার মূল্যবান মতামত দিন: