আত্রাইয়ে ট্রাক্টরের ঢাক্কায় প্রাণ গেল গৃহবধুর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৮; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১১:৪০

 

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রাক্টরের ঢাক্কায় মোটরসাইকেল থেকে পরে রুপালি বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ছোট রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপালি বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, দুপুরে রুপালি তার আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভবানীপুর বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পথে ছোট রসুলপুর এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রুপালি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেছেন।

কাফি/০২



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top