পদ্মায় সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০ ২১:৩০; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৫

নিহত স্কুল ছাত্র বিবেককে উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে প্রাণহানি হয়েছে এক স্কুলের ছাত্রের।

নিহত ছাত্র নগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে বিবেক ঘোষ (১০) বলে জানা গেছে।সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

উদ্ধারকারী ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে বিবেক ঘোষ। পদ্মার পানিতে সে ডুবে গেলে স্থানীয়রা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্বার করে।

উদ্ধারকৃত বিবেককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে জানান রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top