বাগমারার দুই ইউনিয়নে উপ-নির্বাচন অক্টোবরে
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৫; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৪৯

রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ও হামিরকুৎসা ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউনিয়ন দু’টির সাধারণ সদস্য মৃত্যুবরণ করায় পদ দু’টি শূন্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী অক্টোবর মাসে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্থগিত ভোট আগামী ১০ অক্টোবর গ্রহণ করা হবে। যোগিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সে মোতাবেক আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৬ সেপ্টেম্বর যাচাই ও ৩ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মঞ্জুর রহমান গত বছরের ২১ অক্টোবর মারা যাওয়াতে পদটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া উপজেলার যোগিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য রেজাউল করিম রেজা গত ২ এপ্রিল মারা গেলে পদটি শূন্য হয়ে যায়।
কাফি/০১
আপনার মূল্যবান মতামত দিন: