বাঘায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০১:২৫; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৩৩

রাজশাহীর বাঘায় আফরোজা খাতুন আঁখি (২১) নামের এক কলেজ ছাত্রী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে। উপজেলার আলাইপুর সরকারপাড়া গ্রামের আনিসুর রহমান সবুজের স্ত্রী।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।
স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রী উভয়ে রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের সস্মতিক্রমে ১৩ মাস আগে বিয়ে হয়।
উল্লেখ্য, আফরোজা খাতুন আঁখি রাজশাহী মহানগরের কোর্ট এলাকার মোল্লাপাড়া মহল্লার আবুল হোসেনের মেয়ে ও আনিসুর রহমান সবুজ বাঘা উপজেলার আলাইপুর সরকারপাড়া গ্রামের মহিরুজ্জামানের ছেলে।
আপনার মূল্যবান মতামত দিন: