বাঘায় দুটি শুটারগান উদ্ধার গ্রেফতার ১জন
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ১৮ মে ২০২২ ০৫:১০; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:৫৭

রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকা থেকে দুটি শুটারগান-উদ্ধার সহ রাকিবুল ইসলাম শান্ত নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার গোকুলপুর আবু তাহেরের পদ্মা নদীর খেয়া ঘাটের পূর্বে অবস্থিত আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিবুল ইসলাম (২৫) রাজশাহী মহানগরীর বেলপুকুরের ছোট ধাদাস গ্রামের বাদশা হোসেনের ছেলে বলে জানা গেছে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসায়ী রাকিবুল দুটি অস্ত্র বিক্রীর উদ্দেশ্যে ঐ দিন সীমান্তবর্তী পদ্মা নদীর পার্শ্বে বাঘা উপজেলার গোকুলপুর এলাকার আবু তাহেরের আম বাগানের মধ্যে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অবৈধ অস্ত্র ব্যবসায়ী রাকিবুল ইসলাম শান্তকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, রাকিবুল ইসলামের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান দুটি, মোবাইল ও একটি সীমকার্ড উদ্ধার করেছে র্যাব। এ বিষয়ে তারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: