পায়ুপথে হেরোইন, দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০১:৫২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৩৯

পায়ুপথে হেরোইন পাচার করার সময় রাজশাহীতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারা হলেন ঢাকার কেরানীগঞ্জের রবিউল ইসলাম রিফাত (২০) ও মিজান মিয়া (২২)। দুজনের কাছে পলিথিনে মোড়ানো তিনটি হেরোইনের রোল পাওয়া গেছে। ওজন ৭০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বাসের যাত্রী হয়ে তারা ঢাকা যাচ্ছিলেন। শিরোইল বাসস্ট্যান্ডে বাসটি থামলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
আন্দালীব/19
আপনার মূল্যবান মতামত দিন: