আটক ৫

পুঠিয়ায় গণপিটুনিতে প্রাণ গেল ট্রাকচালকের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৭; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৭

ফাইল ছবি

ট্রাকচাপায় ছাগল নিহত হওয়ার ঘটনার জের ধরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় গণপিটুনিতে প্রাণ গেল এক ট্রাকচালকের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুঠিয়া উপজেলায় ঘটা এই ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে প্রাণ হারায় ওই ট্রাকচালক। 

নিহত ট্রাক চালক পুঠিয়ার ঝলমলিয়া এলাকার বাসিন্দা আবু তালেব (৪০) বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাগমারা থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বাগমারার ভবানিগঞ্জ এলাকায় ট্রাকের মাল নামিয়ে আসার সময় দুটি ছাগল চাপা দিয়ে চলে আসে। এতে ছাগল মারার ক্ষোভে মালিকসহ স্থানীয়রা ধাওয়া দিয়ে পুঠিয়ায় ট্রাক আটক করে। এসময় চালককে ট্রাক থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কথা জানান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম। তিনি জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • এসএইচ

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top