নগরীতে চার মাদক ব্যবসায়ী আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০ ২০:১৭; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৩১
-2020-09-19-14-16-36.jpg)
রাজশাহী নগরীতে চার মাদককারবারীকে আটক করেছে নগর পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত চার মাদক কারবারীরা হলেন হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন ওরফে পলাশ (২৮), রুবেল শেখের ছেলে রাজিব হোসেন ওরফে হক (২৬), বুলনপুর এলাকার মৃত আসলাম শেখের ছেলে আজিজুল ইসলাম (৩৫) ও হাদির মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে আবুল হোসেন (৩২)।
এ সময় অভিযানে ৭০ গ্রাম হেরোইন, ৯৯ পিস ইয়াবা বড়ি ও ৩৭ লিটার দেশি চোলাই মদসহ এই চারজনকে আটক করা হয়।
আরএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নগরীর কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: