রাসিকের বাজেট বিষয়ক মূলতবী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মে ২০২২ ০৪:১১; আপডেট: ৪ মে ২০২৪ ১৩:১৯

রাসিকের ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট প্রণয়নের মূলতবী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরভবনের সিটিহল সভাকক্ষে আয়োজিত সভায় রাসিকের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আয়ের বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার সভায় প্রস্তাবিত বাজেটের আয়ের বিভিন্ন খাত নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন।

সভায় কমিটির সদস্য ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top