রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা

রাজ টাইমস | প্রকাশিত: ২ জুন ২০২২ ০৫:৩৫; আপডেট: ২ জুন ২০২২ ০৫:৩৫

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজশাহীতে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তর এর র‌্যালির আয়োজন করা হয়-

পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই স্লোগান নিয়ে গতকাল বুধবার রাজশাহী নগরীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তর রাজশাহীর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় র‌্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি।

রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রসাশক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যান চৌধুরী, ডেপুটি চিফ মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অসিম কুমার প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ ড. জুলফিকার ও আখতার হোসেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. শরীফুল ইসলাম। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন রাজশাহী ডেইরী এ্যাসোসিয়েশনের সম্পাদক রবিউল ইসলাম।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top