আরডিএ’র মহাপরিকল্পনা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৬:১৮; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২২:৫১

ফাইল ছবি

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর উদ্যোগে ‘কার্যকরী মহাপরিকল্পনা ও বিস্তারিত এলাকা পরিকল্পনা হালনাগাদ করার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানকে সুর্যোগ ঝুঁকি সংবেদশনীল করণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নগরীর গ্রান্ড রিভারভিউ হোটেল গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনওয়ার হোসেন। সেমিনারে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, আরডিএর কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top