বাগমারায় নিহতের পরিবারের পাশে এমপি এনামুল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০ ২০:১৮; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ২০:২০

নিহতের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন বাগমারা-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

গত ১৩ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাট-গাঙ্গোপাড়ার আলম।

রবিবার (২০ সেপ্টেম্বর) এমপি এনামুল হক নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের হাতে আর্থিক অনুদান তুলে ধরেন। নিহতের পরিবারের সার্বিক দেখাশোনারও দায়িত্ব নেন তিনি।

এ সময় উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top