রাজশাহীর গৃহায়ন প্রকৌশলীর পর স্ত্রীর নামেও দুদকের মামলা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৫:৫০; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

ছবি: প্রতীকি

গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর পর এবার তার স্ত্রী সোমা সাহার বিরুদ্ধেও দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। স্বামীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে ১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।

মঙ্গলবার দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমা সাহার (৪৪) স্বামী গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরী। তিনি ঢাকার মিরপুর-২ এলাকার অফিসার্স কোয়ার্টারের বাসিন্দা এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বেলাট দৌলতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে।

তিনি জানান, সোমা সাহা একজন গৃহিণী, তার কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি তার স্বামীর উপর নির্ভরশীল। কিন্তু তিনি তার স্বামী পরিমল কুমার কুরীর অসাধু উপায়ে অর্জিত অর্থের সম্পদ বৈধ করতে নিজ নামে মালিকানা নিয়ে আয়কর নথিতে তা প্রদর্শন করেছেন। সোমা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ টাকা স্থাবর-অস্থাবর সম্পদ নিজ মালিকানায় দেখান।

সোমার স্বামী পরিমল কুমার কুরীর বিরুদ্ধে ৩৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫০ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে সোমবার মামলা দায়ের করেছে দুদক।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top