চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

৩য় রোবট অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০১:২০; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০১:২৫

রোবট অলিম্পিয়াড ২০২০

দেশে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবট অলিম্পিয়াড-২০২০। তবে এবারের আয়োজন অনুষ্ঠিত হবে অনলাইনে।

রোবট অলিম্পিয়াডের এবারের নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে অনলাইনের মাধ্যমে নিবন্ধন শুরুর ঘোষণা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।

ফেসবুক লাইভে প্রতিযোগীতার এই আসরের বিস্তারিত নিয়মকানুন সম্পর্কে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

অলিম্পিয়াডে মোট চার ধরণের ইভেন্ট থাকবে। চারটি ইভেন্ট হল: রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)। রোবট গ্যাদারিং ও রোবটিক বুদ্ধি একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট ইন মুভি দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধু কুইজ প্রতিযোগিতাটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের জন্য আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে।

আসরের প্রতিটি ইভেন্ট দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র)- এ দুটি ভাগে বিভক্ত থাকবে। যেসব প্রতিযোগীর জন্ম ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী একাধিক ইভেন্টে অংশ নিতে পারবে। রোবট অলিম্পিয়াডের নিবন্ধন করা যাবে https://www.bdro.org/ এ ঠিকানায়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবারের আয়োজন করেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের আগের দু’আসরে বাংলাদেশ দল স্বর্ণপদক পেয়েছিল। খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top