সর্বশেষ তথ্য দিতে চ্যাটজিপিটির নতুন ফিচার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫১; আপডেট: ৭ মে ২০২৪ ১০:৪৮

ছবি: সংগৃহীত

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির সেবা আরো বিস্তৃত হচ্ছে। এখন থেকে ওয়েব অনুসরণ করে সরাসরি হালনাগাদ ও প্রামাণিক উৎস থেকে তথ্য দিয়ে ব্যবহারকারীর প্রয়োজন মেটাবে।

‘ব্রাউজ উইথ বিং’ নামের ফিচারটি শুধু প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত। তবে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য চালু করার আশ্বাস দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্স।

নতুন এ সম্প্রসারণের মাধ্যমে ভাইরাল চ্যাটবটটি বিস্তৃত পরিসরের ইন্টারনেট তথ্য ব্যবহার করতে পারবে।

ব্রাউজ উইথ বিং চ্যাটজিপিটিকে বিভিন্ন ওয়েবসাইটগুলো সঙ্গে মিথস্ক্রিয় করতে সক্ষম করে তুলেছে। জানা গেছে, জিপিটি ফোরের ব্যবহারকারীরা মেনুতে"ব্রাউজ উইথ বিং নির্বাচন করতে এই ফিচার আক্সেস করতে পারবেন।

ওয়েব ব্রাউজিং ছাড়াও সম্প্রতি আরো কিছু পরিমার্জনের ঘোষণা দিয়েছে ওপেনএআই। নতুন একটি আপডেটে চ্যাটজিপিটিতে ব্যবহারকারীরা ভয়েসের মাধ্যমে আলাপ চালাতে পারবে। এছাড়া ইমেজ বা ছবি ব্যবহার করে চ্যাট করতে পারবেন।

এর আগে ওপেনএআই একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা করেছিল। যেখানে প্রিমিয়াম চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীদের বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য ব্যবহারের সুযোগ ছিল। তবে ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা পে-ওয়াল বাইপাস করতে পারে এমন আশঙ্কা থাকার কারণে ফিচারটি বন্ধ করে দেয়া হয়।

চলতি বছর দ্রুত ব্যবহারকারীর বৃদ্ধিতে চ্যাটজিপিটি সর্বকালের দ্রুততম ভোক্তা অ্যাপ্লিকেশনে পরিণত হয়। পরে মেটার থ্রেডস সে রেকর্ড ভেঙে ফেলে।

ওপেনএআই-এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন বাড়ছে। রয়টার্সের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি গত কয়েক মাসের তুলনায় বেশি মূল্যে শেয়ার বিক্রির বিষয়ে অংশীদারদের সঙ্গে আলোচনা করছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top