১২ অক্টোবর বাজারে আসছে অ্যাপলের আইফোন ১২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০ ০১:৩৯; আপডেট: ১৭ আগস্ট ২০২০ ০১:৫৭

ফাইল ছবি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান জায়ান্ট অ্যাপলের নতুন নতুন আইফোন পেতে উন্মুখ থাকে প্রযুক্তির বাজার।  গ্রাহকদের চাহিদায় বেশ ভালো অবস্থানে প্রতিষ্ঠানটি।

প্রতিবছরই প্রতিষ্ঠানটি সেপ্টেম্বরে নিয়ম করে আইফোন উন্মোচন করে। কিন্তু এই বছর মহামারী করোনা পরিস্থিতিরি কারণে চলতি বছর এক মাস পিছিয়ে আইফোন ১২ আসবে অক্টোবরে। আর সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর।

আগামী ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপল ওয়াচ আনবে। সেই ঘোষণাও আসবে ভার্চুয়ালি।

বেশ কিছু পরিবর্তন নিয়েই বাজারে আসবে আইফোন ১২ সিরিজ। তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে। আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই।

আইফোনের এই সিরিজে থাকবে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স। যা ক্যামেরা ফিচারে আনবে ব্যাপক পরিবর্তন।

তবে বাজারে দুই সংস্করণে আইনফোনটির সিরিজ আসতে পারে বলে জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং সি কুয়ো। তিনি জানান, নতুন আইফোন ১২ দুটি বাজারে আসতে পারে। একটি হবে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন সুবিধার, আরেকটি ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন সুবিধার।

খবর-যুগান্তর
এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top