৯৮ শতাংশ কাজ সমাপ্ত

রাজশাহী জোনের সড়ক উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০ ১৯:৩২; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:০১

রাজশাহী জোনের ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্প’ এর ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পটিতে মোট ১৪ টি প্যাকেজ অন্তর্ভুক্ত। ইতিমধ্যে ১২ টি প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে। অবশিষ্ট ২টি প্যাকেজের কাজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সঠিক সময়ে শেষ করা সম্ভব হয়নি। তবে প্রকল্পে মেয়াদের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত হবে বলে আশা করা করছে প্রশাসন।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ হাজার ৮ শ ৯৪ লক্ষ টাকা। চলতি অর্থ বছরে এডিপি বরাদ্দ ১০৩৮ লক্ষ টাকা।

প্রকল্পটি শেষ হবার কথা ২০২০ সালের ৩১ ডিসেম্বর যা শুরু হয়েছিল ২০১৭ সালের মার্চের ১ তারিখে।

#এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top