রংপুরে কফি ও কাজুবাদাম চাষের প্রশিক্ষণ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১২:৪০; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১০:৪৫
                                জেলার পীরগঞ্জ উপজেলায় আজ কফি ও কাজুবাদাম চাষের বাণিজ্যিক সম্প্রসারণে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বুধবার উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি অফিসের হলরুমে ৬০জন কৃষককে দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল, কৃষিবিদ ড. আশিস কুৃমার সাহা প্রমুখ।
একই সাথে আটজন কৃষককে ‘রোবাস্টা’ জাতের কফির চারা ও সার-সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
/এএস

                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: