রাবিতে ভর্তির শেষ তারিখ ৮ নভেম্বর
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০২:১২; আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ০৩:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়র জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, ২৪ অক্টোবর সোমবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহিত হয়।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে।
১ম বর্ষের অরিয়েন্টেশন সংশ্লিষ্ট বিভাগসমূহে ১ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।
বিষয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
আপনার মূল্যবান মতামত দিন: