মশার দখলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অতিষ্ঠ শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ০৮:৩৬; আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ০৮:৩৮

ছবি: ফাইল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশার উৎপাত বেড়ে যাওয়ায় মশার কামরে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।সন্ধ্যার পর আবাসিক হলসহ ক্যাম্পাসের সর্বত্র ঝাঁকে ঝাঁকে মশা উপদ্রব। পড়ার টেবিল থেকে শুরু করে ডাইনিং, বেডরুম, হোটেল-রেস্তোরাঁ, শ্রেণিকক্ষ ও খেলার মাঠসহ সর্বত্র মশার বিচরণ।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস ও হলের আশপাশের ঝোঁপঝাড়, জঙ্গল, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। মশার অতিষ্ঠে পড়ার টেবিলে বসে সঠিকভাবে পড়াশোনা করতে পারছেন না তারা। এদিকে মশার উৎপাত বাড়লেও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে যাইনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

সরেজমিনে গিয়ে দেখা মিলেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোর আশপাশের ডোবা-নালা, ঝোঁপ-জঙ্গল, নর্দমার পচা পানি ও ড্রেনগুলো অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। এগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে খুব সহজেই মশা বংশ বিস্তার করে চলেছে। দেখা মিলছে মশার লার্ভার ঝাঁক।

সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মারুফ বিন মাঈনুল পিয়াস বলেন, হলে মশার উৎপাতে থাকা যাচ্ছেনা৷ জানালার পাশে বড় বড় জঙ্গল হয়েছে। জানালা খুলতেই লক্ষ লক্ষ মশার উৎপাত৷ দিনের বেলাতেও মশার অত্যচারে থাকা দায় হয়ে পড়েছে। মশার উপদ্রবে রাতে এমনিতে মশারি টানিয়ে ঘুমাতে হয়। কিন্তু এই উপদ্রব এতোটাই বেশি যে, পড়াশোনা করা দায় হয়ে পড়েছে।

মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী পলাশ হোসেন বলেন, মশার উপদ্রব এতো বেশি যে, সন্ধ্যার পর কক্ষে বসে একটু পড়ারও উপায় নেই। মশার অত্যাচারে মস্তিষ্কে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। হলের ড্রেনগুলোতে বেশ ময়লা জমে থাকে। এগুলো পরিষ্কার করা না হওয়ায় মশার উপদ্রবও খুব বেশি।

বেগম খালেদা জিয়া হলের আরেক শিক্ষার্থী পূজা রানী বলেন, আমার পরীক্ষা চলছে কিন্তু মশার উপদ্রবে পড়াশোনায় মনোযোগ বসাতে পারছি না। হলের ভিতরে ও ক্যাম্পাসের যেকোনো জায়গায় মশার অতিষ্ঠে বসে থাকা দায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম জানান, মশা নিধনের জন্য আমরা দুটি ফগার মেশিন কিনেছি। মশক নিধনের ঔষধ সরবরাহের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। যতদ্রুত সম্ভব মশক নিধনের জন্য অভিযান শুরু হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top