রাজশাহী ইউনিভার্সিটি মাস্টার্স এসোসিয়েশন’র পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৬; আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৯

ছবি: সংগৃহীত

রাজশাহী ইউনিভার্সিটি মাস্টার্স এসোসিয়েশন (রুমা’৯৪)র সকল বিভাগের বন্ধুদের নিয়ে পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “কে কোথায় আছো, বুকে বুকে বেজে উঠো বীণ/ বন্ধুর ডাক বলয় পেরিয়ে সীমাহীন।” এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ইউনিভার্সিটির টিএসসিসি’র মিলনায়তন চত্বরে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে রুমা’র ৩ ও ৪ ফেব্রুয়ারি দু’ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।

সকাল ১০টায় টিএসসিসি’র সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রুমা’র আনুষ্ঠানিকতা শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড.গোলাম সাব্বির সাত্তার।

পরে আজমিরা বিজলির সঞ্চালনায় টিএসসির মিলনায়তনে রুমা’র সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠান রুমা’র সভাপতি প্রফেসর ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড মো.সুলতান -উল-ইসলাম।

অনুষ্ঠান পরিকল্পনা এবং আয়োজনে ছিলেন রুমার সভাপতি প্রফেসর ড.ইসমাইল হোসেন, সহ-সভাপতি আরিফ বিল্লাহ কাজল, একেএম ফজলে রাব্বি, ডঃ মো. আব্দুল লতিফ, প্রফেসর ড. আশিক মোসাদ্দেক স্বাধীন, প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, প্রিন্সিপাল তরিকুল আলম সিদ্দিকী নয়ন, এ এইচ এম আসাদু্জ্জামান বাবলু , রুমার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহা. সিরাজুল সালেকিন, আজহারুল ইসলাম, শরিফুল ইসলাম শরীফ।

উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মো.আসলাম হোসাইন, অফিস সম্পাদক মো. মাসুদ কবির সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজ সেবা সম্পাদক উম্মে সালমা হ্যাপি, বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক আজমিরা বিজলি, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনন্দ মোহোন দে, বিদেশ বিষয়ক সম্পাদক ড. আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক ড. আবু নোমান মো. আসাদুল্লাহ, গবেষণা সম্পাদক ড. আব্দুল ওহাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আব্দুল গনি, মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো.আব্দুর রাজ্জাক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. নাজির হোসেন, পাঠাগার সম্পাদক সরকারী অধ্যাপক আল-আমিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো.উমর ফারুক।

নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে যারা ছিলেন মো. রফিকুল ইসলাম, প্রিন্সিপাল শাহজাহান আলী, প্রিন্সিপাল আব্দুল গফুর, প্রভাষক রাকিবুল ইসলাম, উপাধ্যক্ষ মো.মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, সুইটি সুলতানা, সহকারী অধ্যাপক মো.আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী।

অনুষ্ঠানে আরো যারা ছিলেন সহকারী অধ্যাপক – সাংবাদিক দৈনিক সমকাল ও বাংলা টাইমস এর আজিজুল হক সরকার, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, আবিদা কুইন, এ কে এম মাহমুদুন্নবী পিন্টু, মো. শামসুজ্জোহা জোয়ারদার, আবু হানিফা মণ্ডল, আমিরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ সাইফুল ইসলাম রিপন, মনজুরুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, তাজ ফারজানা, জাহিদ সারয়ার, ওয়াক্কাস আলী, শারমিন সিতারা প্রমুখ।

অনুষ্ঠানে বন্ধুদের ভালোবাসায় সিক্ত হবার পাশাপাশি দেশের মানব সম্পদ উন্নয়নের নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top