রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ৪ দিনব্যাপী বইমেলা শুরু ১৮ ফেব্রুয়ারি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৭; আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০২

ছবি: সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব চার দিনব্যাপী 'অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩' আয়োজন করতে যাচ্ছে। ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ বইমেলা উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। ।

এবারের বইমেলায় থাকবে ২০টি স্টল। যেখানে প্রায় ২৫০০০ বই থাকবে। বাংলা সাহিত্যের এক সুবিশাল ভান্ডার থাকছে এবারের বইমেলায়। এই প্রযুক্তির যুগে বই বিমুখ মানুষকে বিজ্ঞান ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে রাবি সায়েন্স ক্লাবের এই উদ্যোগ।

বইমেলায় থাকছে বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র,অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স।

সেই সাথে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লিখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষ স্টল।

এবারের আয়োজনে বেশ কিছু প্রকাশনী থাকছে। তন্মধ্যে উল্লেখযোগ্য: গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা, বিশ্বসাহিত্য কেন্দ্র, এড্রন, কাকলী, বিজ্ঞান একাডেমি সহ আরো অনেকে।

এ বিষয়ে ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এবার চতুর্থ বারের মতো আয়োজন করছে "অমর গ্রন্থ কুটির-২০২৩'। আমরা পাঠক ও লেখকের এই বই মেলায় অনেক সাড়া পেয়ে থাকি। আমাদের চিন্তাশক্তির বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সর্বপরি একজন ভালো মানুষ হতে বই সহায়ক ভূমিকা পালন করে৷

এই বইমেলার সার্বিক সহযোগিতায় আছে বাংলা টিফিন। এছাড়াও মিডিয়া পার্টনা: যমুনা টেলিভিশন এবং নিউজ পোর্টাল দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top