তীব্র গরমে কাল থেকে স্কুল বন্ধ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০০:২৮; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:০২
-2023-06-04-18-27-44.jpg)
তীব্র দাবদাহের কারণে কাল সোমবার (৫ জুন) থেকে আগামী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত চারদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আজ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ওপর দিয়ে এখন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এটি আগামী পাঁচ থেকে ছয়দিন অব্যাহত থাকতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: