দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ২৩:২২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:০৯

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে পৃথক দুইটি বিল সংসদে পাস হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে বিলটি পাসের জন্য তোলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিলের ওপর আনা বিরোধী দলের সংসদ সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিল দুইটি কণ্ঠভোটে পাস হয়।
প্রথমে ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে বিল পাস হয়। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
পরে শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে আরেকটি বিল পাস হয়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল–২০২৩’ এর ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি সংসদে পাস হয়।
আপনার মূল্যবান মতামত দিন: