যৌন নিপীড়নের অভিযোগ
জবি শিক্ষক ইমনকে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২১ মার্চ ২০২৪ ১৯:২৯; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:০৫
-2024-03-21-19-29-04.jpg)
যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে।
এই দুজনই জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি আকারে বিষয়টি বিস্তারিত জানানো হবে।
বিষয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আপনার মূল্যবান মতামত দিন: