আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ মে ২০২৪ ১৯:০৭; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩১
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একাদশ আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (২৩ মে) বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত ১৬টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের শিক্ষার্থীরা হলেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সিফাত হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মামুনুজ্জামান স্নিগ্ধ ও দর্শন বিভাগের নিলয় সাহা।
আপনার মূল্যবান মতামত দিন: