জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৩ জুন ২০২৪ ১৭:১৫; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৪

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সংগঠন জিয়া পরিষদ।

রোববার (২ জুন) দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ খাবার বিতরণ করা হয়।

এর আগে, শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জিয়া পরিবারের নামে বিশেষ মোনাজাত করেন জিয়া পরিষদের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহা. এনামুল হকের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, চিন্তাবিদ ও সাংবাদিক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার।

আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, 'আমরা যে একটা জাতি সেই পরিচয় কিন্তু শহীদ জিয়াউর রহমান আমাদেরকে দিয়েছেন। একটি জাতির মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে যা যা প্রয়োজন তিনি তার শাসনামলে তাই করেছেন।

বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, শহীদ জিয়াউর রহমান খুবই সহজসরল জীবনযাপন করতেন। জিয়াউর রহমানের মতো নিরহংকারী রাষ্ট্রপতি আমরা আর দেখতে পাবো না।

এসময় জিয়া পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top