রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতি প্রফেসর ড. মুন্সী মুনজুরুল হক

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৩০ জুন ২০২৪ ১৯:৫০; আপডেট: ২ জুলাই ২০২৪ ১৯:৩০

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিভাগের প্রফেসর ড. মুন্সী মুনজুরুল হক।

আজ ৩০ জুন রবিবার বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার হস্তান্তর করেন।

একজন সফল সভাপতি হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিভাগীয় শিক্ষকবৃন্দের পক্ষ থেকে অভিনন্দিত হন। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মুন্সী মুনজুরুল হককে বিভাগীয় শিক্ষকমণ্ডলী বিভাগীয় সভাপতি হিসেবে স্বাগত এবং অভিনন্দন জ্ঞাপন করেন।

বিদায়ী সভাপতি এবং নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে সাবেক সভাপতিগণের মধ্য থেকে প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. সৈয়দা নূরে কাছেদা খাতুন, প্রফেসর ড. মো. আজিজুল হক, প্রফেসর ড. মো. ফজলুল হক বক্তব্য রাখেন। বিভাগীয় শিক্ষকমণ্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, প্রফেসর ড. দিলশাদ আরা বুলু, প্রফেসর ড. ছায়িদা আকতার, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর ড. মো. হারুন অর রশীদ, প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম, প্রফেসর ড. আশীয়ারা খাতুন, প্রফেসর ড. মু. খলিলুর রহমান, প্রফেসর ড. যাহার ই তাশনীম নীলা, প্রফেসর ড. শাহনাজ সুলতানা সোনিয়া, প্রফেসর ড. মো. আরিফুর রহমান, জনাব মো. রবিউল ইসলাম প্রমুখ।

সভায় বক্তাগণ বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর গঠনমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. মুন্সী মুনজুরুল হক এর কাছে অভিজ্ঞতার ভিত্তিতে বিভাগীয় ঐতিহ্যকে আরো বেশি সমৃদ্ধির পথে এগিয়ে নেবার প্রত্যাশা ব্যক্ত করেন।

একাডেমিক কমিটির সভায় ইসলামের ইতিহাস সমিতির কোষাধ্যক্ষসহ অন্যান্য সেক্টরের দায়িত্বও নতুনভাবে বন্টন করা হয়। সমিতির কোষাধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কম্পিউটার ল্যাব তত্ত্বাবধায়ক হিসেবে প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, সেমিনার লাইব্রেরির তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মো. হারুন অর রশীদ, ছাত্রকল্যাণ তহবিলে প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম, ক্রীড়া বিষয়ে মো. রবিউল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। সংশ্লিষ্ট সকল সেকশনে নবনিযুক্ত শিক্ষকদের স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, প্রফেসর ড. মুন্সী মুনজুরুল হক একজন খ্যাতনামা ইতিহাস গবেষক, মধ্যপ্রাচ্য বিষয়ক ইতিহাসবিদ। একাডেমিক দায়িত্ব ছাড়াও তিনি রাবি শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক, রাবি ইসলামের ইতিহাস সমিতির কোষাধ্যক্ষ, রাবি সহকারী প্রক্টর, ললিতমোহন কলেজ ও বরেন্দ্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, রোটারী ক্লাব অব পদ্মার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভ্রমণপিয়াসী অধ্যাপক মুনজুরুল হক আমেরিকা, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, উজবেকিস্তান, সাউথ কোরিয়া, তাইওয়ান, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাসের নানা অনুষঙ্গে সফর করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top