রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৪ ১১:০৩; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৮

ছবি: সংগৃহিত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিবিরনেতা আলী রায়হান মারা গেছেন।

গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা তাকে টার্গেট করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সহযোদ্ধারা তাকে রাজশাহী মেডিকেলে হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ তিন দিন পর বৃহস্পতিবার বিকেল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের বিবৃতিতে বলা হয়, 'ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়ে তার পরিবারসহ ছাত্রশিবিরের প্রত্যেকটা জনশক্তিই গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তায়ালা তাঁর দ্বীন ও দেশের জন্য আত্মত্যাগকে কবুল করুন। তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবার-পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন, আমিন।'

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অন্তত ২৪ জন নেতাকর্মীসহ শত শত শিক্ষার্থী আহত হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top