বিপুল ভোটে

রাসিক মেয়র নির্বাচিত হলেন লিটন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুন ২০২৩ ০৩:০৮; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৫:১২

সংগ্রহীত

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারীভাবে বিপুল ভোটে রাসিক মেয়র হিসেবে নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৫৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৯৩টি ভোট। গোলাপ ফুল ১১ হাজার ৫৮৪ ভোট ও লাঙ্গল ৯ হাজার ৪৫৬ ভোট।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাপ্ত ৫৬ কেন্দ্রের ফলাফল জানা গেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাপ্ত ৫৬ কেন্দ্রের ফলাফল জানা গেছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী ছিলেন। তবে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। বাকি তিনজন হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙল) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)।
এদিকে, নব-নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর হলেন, ০১ নম্বর ওয়ার্ডে রজব আলী, ০২ নম্বর ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নম্বর ওয়ার্ডে রাসেল জামান, ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর কিনু, ১২ নম্বর ওয়ার্ডে শরিফুল বাবু, ১৩ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার , ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুল সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ডে বেল্লাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব শাহাদত আলী সাহু, ১৮ নম্বর ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে তহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে মো:নিজাম উল আযীম, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার, ২৩ নম্বর ওয়ার্ডে মাহতাব হোসেন চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন সুজা, ৩০ নম্বর ওয়ার্ডে মো: আলাউদ্দিন।

উল্লেখ্য, রাজশাহী সিটিতে সাধারণ ৩০টি ওয়ার্ডে ১১২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top