জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
মাদরাসাছাত্র হত্যায় ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১ ০৫:২৯; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:১৮

রাজশাহীতে মাদরাসাছাত্র পারভেজ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার মৃত পারভেজের মা পারভীন বেগম বাদী হয়ে পাঁচ জনের নামে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। এঘটনা জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকালে পরিবার ও এলাকাবাসী নগরীর বর্ণালীর মোড়ে মানববন্ধন করা হয়।
আসামীরা হলেন, নগরীর হেতেমখাঁর মিলনের ছেলে আবির, মনার ছেলে সাকিব, মৃত সূর্যের ছেলে মনা ও মিলন, আমজাদের ছেলে রানা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, ক্রিকেট খেলার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনের ছেলে আবিদ ও মুনার ছেলে শাকিল পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় চিকিৎসকরা। শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পারভেজ কলাবাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
আপনার মূল্যবান মতামত দিন: