২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫.১০ শতাংশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ আগস্ট ২০২২ ০৫:৫৪; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১২০ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহ বিভাগের, ৩৭ জন চট্টগ্রাম বিভাগের, ২০ জন রাজশাহী বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ১৮ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের ও ৬ জন সিলেট বিভাগের।
এর আগের ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছিল এবং ২২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০২ জন।
আপনার মূল্যবান মতামত দিন: