করোনামুক্ত হলেন 'বিগ-বি'
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২০ ০১:২৪; আপডেট: ৩ আগস্ট ২০২০ ০১:২৮
অবশেষে শো-বিজ অঙ্গনে আসল একটি সুসংবাদ। বলিউডের হাই-প্রোফাইল অভিনেতা অমিতাভ বচ্চন করোনামুক্ত হলেন।
ছেলে অভিষেক বচ্চন বাবার করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি রোববার বিকেলে টুইট করে জানান।
করোনামুক্ত হলেও আপাতত হাসপাতালেই আছেন অমিতাভ।
তবে অমিতাভ করোনামুক্ত হলে ও তার পরিবারের বাকি আক্রান্ত সদস্যদের অবস্থা এখনো অপরিবর্তিত।
প্রসঙ্গত, গত ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। কিন্তু তাঁরা বাসাতেই কোয়ারেন্টিন ছিলেন। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা চললেও শ্বাসকষ্ট হওয়ায় তাঁদের গত ১৭ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ দিন পর ২৮ জুলাই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ঐশ্বর্য এবং আরাধ্যা। তবে চিকিৎসা চলছিল সিনিয়র ও জুনিয়র বচ্চনের। আজ অমিতাভের মুক্তি মিলল।
খবর-প্রথম আলো
এসএইচ
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: