করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৫:৩৭; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:২৫
-2022-08-08-19-37-04.jpg)
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৯৬ জন। গতকাল শনাক্ত ছিল ২১৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।
সোমবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের ৩ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৭ জনের এবং শনাক্ত হলেন ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন।
এ দিন সুস্থ হয়েছেন ৬৩৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯২৯টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৯৯ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।
মৃত্যুবরণকারী তিন জনের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে ২ জন রাজশাহী ও একজন সিলেটে অবস্থান করছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: