করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ০৫:৩৪; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:২৪
-2022-08-15-19-34-10.jpg)
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৫৯ জনের। আগের দিনও করোনায় একজনের মৃত্যু হয়েছিল। আর রোগী শনাক্ত হয়েছিল ২২৬ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ২। আগের দিন এ হার ছিল ৪ দশমিক ৩২।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৯ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।
আপনার মূল্যবান মতামত দিন: