করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৩১০

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৪; আপডেট: ১ আগস্ট ২০২৫ ২০:০৯

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৮ দশমিক ৮৭ শতাংশ। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৭৬ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ১২ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ৩ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। করোনা শনাক্ত হয় ২২২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ১৯২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top