বুস্টার ডোজের ক্যাম্পেইন হাতে নিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ০৩:৩৩; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:১৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

সবাইকে করোনা টিকা বিশেষ করে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনায় আমাদের মৃত্যুহার ও সংক্রমণ এখন শূন্যের কোটায়। এটা ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা এখনও নেয়নি তাদের টিকা নিতে হবে।’

সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিআইবি’র প্রতিবেদন প্রত্যাখ্যান বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘টিকা নিয়ে আমাদের কাজ খুবই ট্রান্সপারেন্ট (স্বচ্ছ)।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন হাতে নিচ্ছি। বুস্টার ডোজ নিয়ে নিলে আমরা সুরক্ষিত থাকবো। যেকোনও সময় আবার করোনা বাড়তে পারে।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুবই ইনট্রান্সপারেন্ট (অস্বচ্ছ) কাজ করেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাড়তি দামে টিকা কেনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে দামের কথা বলা হয়েছে, সেটি আমাদের বেলায় প্রযোজ্য নয়। যারা তথ্য দিয়েছে, তারা কোত্থেকে নিয়েছে, আমার জানা নেই। কাজেই কেউ যদি ভুল তথ্য দেয় সেটি আমরা মেনে নিতে পারবো না।’

টিআইবির প্রতিবেদন নিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমরা অবশ্যই এটা প্রত্যাখ্যান করি। একটা সংস্থা তাদের মতামত প্রকাশ করতেই পারে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই আমরা সব সময় আইনি ব্যবস্থার পক্ষে না। তবে প্রয়োজন হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top