দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে মামলা !

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৮; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৯

আট বছরের শিশু কে আসামি করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।বছরের ২০ সেপ্টেম্বর শুক্রবার দোকান বন্ধ না রাখার কারণ দেখিয়ে শ্রম আইন-২০০৬ এর লঙ্ঘনের অপরাধে এ মামলা করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

পাঁচমাস পর পাওয়া মামলার সমনে দেখা যায়, আসামি হয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুবাইর। শিশুটির পরিবার বলছে, নিজ দোকানে শখের বসে ছেলের নাম লিখেই পড়েছেন বিপাকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিত্য নৈমিত্তিক ভাবেই হেনস্তায় লিপ্ত অধিদপ্তরটি। যদিও কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে, আইন মেনেই পরিচালনা করেন কর্মকাণ্ড।

মামলা দায়েরের পর প্রথমে এ বছরের ২৫ মার্চ ও পরে ২০ সেপ্টেম্বর শুনানির তারিখ দেয় শ্রম আদালত। তাতে শিশুটির আদালতে হাজিরা দিতে যাওয়া নিয়ে বিব্রত তার পরিবার। ভুক্তভোগী শিশু জুবাইর বলেন, আমাকেও কোর্টে যাওয়া লেগেছে। সবাই আমাকে দেখে হাসছিলো। শিশু জুবাইয়েরর মামলার পরবর্তী শুনানি আগামি ৮ নভেম্বর নির্ধারণ করেছে শ্রম আদালত।

তবে এ বিষয়ে নিজেদের ভুল শিকার করছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া।

আন্দালীব/22



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top