রাজশাহীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৭; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:২২

রাজশাহীতে অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অস্ত্র ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই এলাকার মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আবদুল করিম (৫০)।

তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়ে আটক করে। পরে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়।

আন্দালীব



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top