সাভার থানায় দুই ধর্ষণ মামলা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০ ১৭:৩৪; আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৮:০৫
-2020-10-01-11-33-30.jpg)
পৃথক পৃথক স্থানে ধর্ষণের অভিযোগে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেছে দুই তরুণী।
সাভারের যাদুরচর ও পৌরসভার মুক্তিরমোড় এলাকায় ঘটা দুই ধর্ষণের ঘটনায় এই মামলা দায়ের করা হয়।
যাদুরচরে ধর্ষণের শিকার হওয়া তরুণীর মামলায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
তরুণীর দায়ের করা মামলাটির সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আল আহসান মুজাহিদুল ইসলাম (২৬) নামের একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে ওই তরুণ তাঁকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন। এর পর থেকে ওই তরুণী তাঁকে বিয়ের জন্য বলছিলেন। কিন্তু মুজাহিদুল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বুধবার রাতে তিনি সাভার থানায় মামলা করেন। পুলিশ মুজাহিদুলকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, মুক্তিরমোড় এলাকায় এক তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে
আটককৃত তিনজন হল, মোহিদুল ইসলাম (৪০), মোজাহারুল ইসলাম (২৫) ও তরিকুল ইসলাম (২৫)
তরুণীর দায়ের করা মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন তিনি। এ সময় তিন থেকে চারজন তাঁকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি সাভার থানায় মামলা করেন।
থানায় দুই ধর্ষণ মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনসাভার থানার উপপরিদর্শক (এসআই) রশিদ মিয়া।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে ও জানান তিনি। খবর-প্রথম আলো
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: