দুবাই প্রবাসীর কাছে মিলল ৮২টি সোনার বার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০ ১৮:৪০; আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৮:৪২
-2020-10-01-12-39-55.jpg)
চট্টগ্রামে দুবাই ফেরত এক প্রবাসীর কাছে মিলেছে ৮২টি সোনার বার।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী এনামুল হকের (৩৫) কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় এনামুলকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত এনামুলের বাড়ি কক্সবাজার।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে ওই ব্যক্তিকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক বিভাগ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অভিযান চালিয়ে এনামুল কবিরের শরীর তল্লাশি করে ৮২টি সোনার বার এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সারোয়ার ই জামান। উদ্ধার করা সোনার ওজন সাড়ে নয় কেজির মত ও বলে জানান তিনি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: