ঢাকার ফ্লাইট নামল হায়দ্রাবাদে, দেরিতে ছেড়েছে ৭টি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ০৬:৫১; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০০:২৬
-2023-01-04-19-50-52.jpg)
হজরত শাহজালাল বিমানবন্দরে সকাল সাড়ে সাতটায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে পাইলট কোনোভাবে গ্রিন সংকেত পাননি। ফলে সেই ফ্লাইট ভারতের হায়দ্রাবাদে চলে যায়। সেখানে অবতরণের পর আবার ঢাকায় ফিরেছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। একই দিন ঘন কুয়াশার কারণে আরও সাতটি এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকা থেকে দেরিতে ছেড়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সৌদির রিয়াদ থেকে যাত্রী নিয়ে আসা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল বিমানবন্দরে সকাল সাড়ে সাতটায় পৌঁছায়। পরে নামার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভারতের হায়দ্রাবাদে চলে যায় ফ্লাইটটি। শাহজালাল বিমানবন্দরে ভিজিবিলিটি দৃশ্যমান হলে আবারও ঢাকায় ফিরে আসে উড়োজাহাজটি।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে এবং অভ্যন্তরীণ রুটে সাত এয়ারলাইন্সের ফ্লাইট দেরিতে ছেড়েছে। ফলে সকাল থেকে প্রায় তিন ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল শাহাজালাল বিমানবন্দরে। কোনো ফ্লাইট নামেনি এবং উড্ডয়ন করেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে আজ কিছু ফ্লাইট দেরিতে ছেড়েছে। এই সংখ্যা ছয় থেকে সাতটি হবে। সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট ডাইভার্ট হয়েছে। সেটা শাহজালালে সকাল সাড়ে সাতটায় অবতরণ করার কথা ছিল। কিন্তু সেটি হায়দ্রাবাদে গিয়ে অবতরণ করে। অবশ্য পরে আবার শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।
এই কর্মকর্তা বলেন, আজ কোনো ফ্লাইট বাতিল হয়নি। ঘন কুয়াশার কারণে কয়েক ঘন্টা ফ্লাইট বন্ধ ছিল। সকাল সাড়ে আটটা থেকে আবারও চালু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: