চাঁপাইনবাবগঞ্জে মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম

আমরা নবী মুহাম্মদ (সা.) দ্বিনের হেফাজত করছি

মহিব্বুল আরেফিন | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১৮; আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২২

মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল আব্বাসী

মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল আব্বাসী বলেন, ‘‘আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে দ্বিন (ইসলাম) নিয়ে এসেছিলেন আমরা সেই দ্বিনের (ইসলাম) রক্ষণ (হেফাজত করছি। সেই দ্বিনের (ইসলাম) রক্ষা বাহক হয়ে আমরা দেখি, আজ সারা পৃথিবীর আনাচে-কানাচে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইউরোপ, আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আফ্রিকাসহ সারা পৃথিবীর আনাচে-কানাচে সর্বস্থানে মুসলমানদের বসবাস রয়েছে।’’

 পবিত্র মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল আব্বাসী

বুধবার (১ ফ্রেব্রুয়ারী-২৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি চাঁদপুর ইদগাদ ময়দানে যোহরের নামাযের পর মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল আব্বাসী আরোও বলেন, ‘‘মহান আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে মেহেরবাণী করে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন এবং যে আল্লাহ আমরা না চাওয়ার পরেও আমাদেরকে ঈমান দান করেছেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামীন মানব সভ্যতার হেদায়েতের জন্য মেহেরবানী করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ পৃথিবীর মায়া থেকে আজ হোক কাল হোক আমাদের চলে যেতে হবে। যদি এই দুনিয়াতে ভালো কাজ করতে পারি, আল্লাহর হুকুম ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর সুন্নাহ মেনে চলতে পারি এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি দরুদ পড়তে থাকি এবং ইসলামের সকল হুকুম আকাম পালন করতে পারি তবে এই দুনিয়াতে নবীকে যদি দেখতে না পারি তবে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন সেই নবীকে হাউজে কাউসারের দেখার সুযোগ করে দিবেন।’’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top